পোস্ট গ্যাজুয়েট করছে আটটি বিষয়ের মধ্যে পাঁচটি বিষয় কে বন্ধ করে দেওয়ার প্রেক্ষিতে কলেজ গেটে রাস্তায় বসে প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রানীগঞ্জ :: মঙ্গলবার ১২,আগস্ট :: রানীগঞ্জের দীর্ঘ প্রাচীন ঐতিহ্যবাহী ত্রিবেণী দেবী ভলেন্টিয়া কলেজ টিডিবি কলেজ নামেই পরিচিত সেই কলেজে এবার

পোস্ট গ্যাজুয়েট করছে আটটি বিষয়ের মধ্যে পাঁচটি বিষয় কে বন্ধ করে দেওয়ার প্রেক্ষিতে কলেজ গেটে রাস্তায় বসে প্রতিবাদ জানালো তৃণমূলের ছাত্র সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে বেশ কিছু জন কলেজ ছাত্র-ছাত্রী।

তারা দাবি করে অবিলম্বে যে পাঁচটি বিষয়ে পোস্ট গ্যাজুয়েট পড়ানোর ব্যবস্থা কলেজে ছিল তা চালু রাখতে হবে। এই দাবি তুলে তারা সমস্ত বুদ্ধিজীবী সদস্যদের এই প্রতিবাদের শামিল হওয়ার ডাক দেন।

জানা গেছে কলেজে যে পাঁচটি বিভাগ থেকে পোস্ট গ্রাজুয়েট পড়ার সুযোগ পেতো সেই বিষয়গুলি হলো ইংরেজিতে এমএ জিওগ্রাফিতে এমএসসি কেমিস্ট্রিতে এমএসসি জুওলজি তে এমএসসি ও এম কম পড়ানোর ব্যবস্থা বন্ধ করা হচ্ছে।

কলেজ কর্তৃপক্ষ যদিও ওই বিষয়ে দাবি করেছেন বেশিরভাগ ক্ষেত্রেই পড়ুয়াদের সংখ্যা কম থাকার বিষয় লক্ষ্য করে ও কলেজের প্রফেসরের সংখ্যা কম থাকার কারণে ইউনিভার্সিটি তুলে ধরে আর সেই সিদ্ধান্ত গভর্নিং বডির বৈঠকে নেওয়া হয়।

আর তারপরেই ইউনিভার্সিটি থেকে কেন্দ্রীয় শিক্ষা বোর্ডের নির্দেশিকার বিষয়কে নজরে রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই তারা দাবি করেন। তবে আগামীতে কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =