নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: পৌর ভোটে দলীয় প্রার্থী নিয়ে শাসক দলের নেতা কর্মীদের বিক্ষোভ অব্যাহত বাঁকুড়ায়।বিক্ষোভকারীদের দাবি তারা ‘বহিরাগত’ প্রার্থীকে মেনে নেবেননা। তাদের অভিযোগ, দু’নম্বরের ওয়ার্ডের বাসিন্দা, দলের টাউন সভাপতি সুনীল দাসকে এক নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে।
তিনি নির্বাচিত হলে রাত বিরেতে মানুষের কোন সমস্যা হলে তাঁকে পাওয়া যাবেনা। তাই এলাকার মানুষকেই প্রার্থী করার দাবিতে তারা বিক্ষোভে সামিল বলে জানান । বিজেপির নগর মণ্ডল সভাপতি এ প্রসঙ্গে বলেন, গোষ্ঠীদ্বন্দে জর্জরিত তৃণমূল। আর এসব করে মন্দির নগরীর উন্নয়ন পিছিয়ে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন