কুমার পঙ্কজ :: সংবাদপ্রবাহ টিভি :: ১১ই,ফেব্রুয়ারি :: নয়াদিল্লি :: অবশেষে লাদাখ সীমান্তে পরিস্থিতি কি স্বাভাবিক হচ্ছে! চীনা প্রতিরক্ষামন্ত্রনালয়ের একটি বিবৃতি সে কথাই বলছে। তারা জানিয়েছে, প্যাংগং হ্রদের উত্তর ও দক্ষিণ তীর থেকে ভারত–চীন দু’পক্ষই সেনা সরাচ্ছে। সংগঠিতভাবে। ভারত এই নিয়ে কোন মন্তব্য করেনি। তবে বিবৃতির বিরোধিতাও করেনি।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল ইউ কিয়ান বুধবার বিকেলে লিখিত বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘১০ ফেব্রুয়ারি থেকে প্যাংগং হ্রদের উত্তর ও দক্ষিণ তীরে সুসংবদ্ধ ও সংগঠিতভাবে সেনা সরাচ্ছে ভারত ও চীন।’ গত মাসে নবম বার সামরিকস্তরের বৈঠকে বসে ভারত ও চীন। তখনই দুই দেশ সেনা সরাতে সম্মত হয় বলে জানা গেছে।
গত মাসে প্রায় ১৫ ঘণ্টা ধরে বৈঠক করেন দুই দেশের সেনাকর্তারা। সেখানেই সীমান্ত সমস্যা সমাধানের সূত্র মিলেছে। গত নভেম্বরের দিল্লির এক সরকারি কর্তা জানিয়েছিলেন, লাদাখ সীমান্ত থেকে সেনা সরানোর বিষয়ে ভারতের কাছে তিন পর্যায়ের পরিকল্পনা রয়েছে। দুই দেশ সম্মত হলেই সেই পরিকল্পনা কার্যকর করা হবে। এবার তাই হল। ২০২০ সালের মে মাস থেকে পূর্ব লাদাখ সীমান্তে দুই দেশের চাপান উতোর বাড়ে। ১৫ জুন ভারত–চীন সেনার মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে নিহত হন ২০ জন ভারতীয় জওয়ান। তার পর থেকে দফায় দফায় বৈঠক চলছে দুই দেশের। অবশেষে সমাধান বের হল।