স্পোর্টস ডেস্ক :: সংবাদ প্রবাহ :: প্যারিস :: সোমবার ২৯,জুলাই :: জাপান আলিম্পিকের থেকে এবার ভারত ভালো ফল করবে সেই আশা ১৪০ কোটি ভারতবাসীর। ইতিমধ্যে আশার আলো দেখা শুরু হয়েছে। রবিবার অলিম্পিক্সের দ্বিতীয় দিনে ভারতের সামনে পদক জয়ের সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনা সত্যি হয় শেষমেশ। শুটিং থেকে দেশকে পদক এনে দেন মনু ভাকের।
ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠেছেন অর্জুন বাবুতা। একই ইভেন্টে ভারতের সন্দীপ সিং দ্বাদশ স্থানে শেষ করেন। তবে তিনি ফাইনালে উঠতে পারেননি।
ব্যাডমিন্টনের ফল – সহজ জয় দিয়ে প্যারিস অলিম্পিক্স অভিযান শুরু করেছেন পিভি সিন্ধু। এছাড়াও প্রথম ম্যাচ জিতেছেন এইচএস প্রণয়। হারিয়ে দিয়েছেন ফ্যাবিয়ান রথকে।
বক্সিং – মেয়েদের ফ্লাইওয়েট বিভাগে জয় দিয়ে শুরুটা করলেন নিখাত জারিন। জার্মানির ম্যাক্সি ক্লোয়েৎজারকে ৫-০ স্কোরে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেন নিখাত।
তীরেন্দাজিতে কিন্তু ভারত সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছে। টেবিল টেনিসে কিছুটা সাফল্য এসেছে। সিঙ্গলসের প্রথম রাউন্ডেই হেরে বসলেন সুমিত নাগাল। পুরুষদের ডাবলসের প্রথম রাউন্ডে হারলেন রোহান বোপান্না এবং এন শ্রীরাম বালাজি। তবে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠলেন মনিকা বাত্রা।