কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বন্যা ত্রাণের টাকা, ১০০ দিনের প্রকল্পের টাকা লুটের অভিযোগ তুলে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সামনে অবস্থান বিক্ষোভ বাম কংগ্রেসের। বিক্ষোভকারীদের অভিযোগ তথ্য জানতে আরটিআই করা হলেও আর টি আই এর উত্তর দিচ্ছেন না প্রশাসন।লুটপাট কে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এই অভিযোগ তুলে বিক্ষোভ। বন্যা ত্রাণের উপভোক্তাদের তালিকা না দেওয়া পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে বলে দাবি বাম কংগ্রেস নেতৃত্বের।