নিজস্ব সংবাদদাতা :: নদীয়া :: ধুবুলিয়া :: সংবাদ প্রবাহ :: রাজ্যের চাকরি দুর্নীতির সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী জড়িত। সেই কারণে চাকরি ডাটাবেস দিতে ভয় পাচ্ছেন তিনি। শনিবার নদীয়ার ধুবুলিয়া একটি প্রকাশ্য জনসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন তিনি ধুবুলিয়া একটি জনসভায় অংশগ্রহণ করেন। নদীয়ার উত্তর বিজেপি সংগঠনের পক্ষ থেকে দলীয় কর্মীদের ওপর আক্রমণ এবং মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে একটি জনও সমাবেশের আয়োজন করে। সেখানেই উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সহ নদীয়ার বিভিন্ন বিজেপি বিধায়ক ক এবং দলের প্রথম সারির জেলা নেতৃত্বরা।
সেখানে ভাষণ দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন যেখানে যেখানে হিন্দুরা আক্রান্ত হয়েছে সেখানে সেখানে আমি প্রবেশ করব। প্রয়োজন হলে বিভিন্ন সনাতন ধর্মের মানুষদের কাছে নিজের মাসিক বেতনের ব্যক্তিগত টাকা তাদের হাতে তুলে দেবো এবং বলব প্রতিটি জায়গায় সিসিটিভি ফুটেজ লাগাতে।
সমাবেশ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পরেশ অধিকারী কে তার মেয়ের চাকরি দেওয়ার শর্তে নিজের দলে এনেছিলেন। চাকরি দুর্নীতিতে মুখ্যমন্ত্রী নিজে সরাসরি ভাবে জড়িত।
সেই কারণেই সরকারি চাকরি ডাটাবেস দিতে ভয় পাচ্ছেন তিনি। পাশাপাশি তিনি বলেন এই সরকার শুধুমাত্র তোলাবাজি এবং বিজেপিকে কিভাবে আটকাবেন সেই কাজ করে যাচ্ছে।