নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ২,নভেম্বর :: প্রকাশ্য দিবালোকে সরকারি জায়গায় থাকা গাছ বিনা অনুমতিতে কেটে পাচারের চেষ্টায় চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার নাদন ঘাট থানার অন্তর্গত নাদন ঘাট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়।
এই এলাকায় রয়েছে প্রায় ৫০ থেকে ৬০ বছরের পুরনো শিরিষ গাছ এবং একটি অশ্বত্থ গাছ। এই গাছগুলি কেটে পাচার করে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ । কোনরকম বৈধ অনুমতি ছাড়াই এই গাছগুলি কেটে পাচার করা হচ্ছিল।
ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এলাকার পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত সমিতি এবং ব্লকের জনপ্রতিনিধিরা। সেই সঙ্গে খবর দেওয়া হয় নাদনঘাট থানায় এবং বনদপ্তরে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নাদনঘাট থানার আধিকারিকরা এবং বন দপ্তরের কর্মীরা।
গাছের কেটে ফেলা অংশগুলি বাজেয়াপ্ত করা হয়েছে এবং গোটা ঘটনার সামগ্রিক তদন্ত শুরু হয়েছে বলে জানা যায়। গোটা ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে পূর্বস্থলী থানা বৃহদাকার সমবায় সমিতির ম্যানেজার সমর ঘোষের বিরুদ্ধে।
তিনি নাকি দাঁড়িয়ে থেকে গাছগুলি কাটাচ্ছিলেন। এই গাছ কাটাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

