নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শনিবার ৩০,আগস্ট :: প্রকাশ্য রাজপথের ওপর পরে মানুষের দেহাংশ। ছড়িয়ে ছিটিয়ে পরে রয়েছে দেহর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। কোথাও পা তো কোথাও মাথা।দক্ষিণ পূর্ব শাখার হাওড়ার দাসনগর ও টিকিয়াপাড়া স্টেশনের মাঝে চ্যাটার্জী পাড়ার ঘটনা।বাস রাস্তার উপর দিয়ে যে রেল লাইন গেছে এই রাস্তাতেই ছড়িয়ে ছিটিয়ে দীর্ঘক্ষন পড়ে ছিল দেহের বিভিন্ন অংশ । কেউ দেহ তুলতে রাজি হচ্ছিল না পুলিশ না জি আর পি । অবশেষে রাত তিনটের পর দেহ উদ্ধার করলো শালিমার জি আর পি।
নটবরপাল রোডের রাস্তার ওপর দিয়ে গেছে যে রেল লাইন। রাত এগোরটা নাগাদ ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। ট্রেনের ধাক্কায় ব্যক্তির দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে পরে রাস্তায়।
পুলিশ না রেল পুলিশ কে ওই দেহের অংশগুলো উদ্ধার করবে কে, তা নিয়েই চলে পুলিশের মধ্যে টানাপোড়েন। অবশেষে রেল পুলিশই সেই টুকরো টুকরো দেহ একত্রিত করে নিয়ে যায় মর্গে ।