নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ৫,এপ্রিল :: পশ্চিমবঙ্গ জুড়ে কেন্দ্রের ভ্রান্ত স্বাস্থ্য নীতির প্রতিবাদে চলছে অবস্থান বিক্ষোভ।
সেই কর্মসূচির অঙ্গ হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অবস্থান-বিক্ষোভে বসলো শনিবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনে ।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, সিএমওএইচ জয়রাম হেমব্রম, বিভিন্ন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।
প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন স্টেট কমিটির কোষাধ্যক্ষ ডঃ সুব্রত সেন জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে এই আন্দোলন চলছে।
তিনি অভিযোগ করেন, কেন্দ্রের বিভ্রান্তিকর স্বাস্থ্য নীতির ফলে ১ এপ্রিল থেকে বহু ওষুধের দাম কয়েক গুণ বেড়ে গেছে, যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।
বিধায়ক খোকন দাস বলেন, ‘‘ভেজাল ওষুধ এবং ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ পথে নেমেছে। কেন্দ্রীয় সরকার চিকিৎসা ব্যবস্থাকে ভেজাল করে দিচ্ছে। আমরা এই জনবিরোধী নীতির বিরুদ্ধে ধিক্কার জানাই”।