প্রচণ্ড গরমে জেলা পুলিশের পক্ষ থেকে ঘাটলে জলদান

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে গরমের দাপট অব্যাহত রয়েছে। বেশ কয়েকদিন ধরে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। যার ফলে প্রচন্ড গরমের দাপটে জেলার জনজীবন একেবারে স্তব্ধ হয়ে পড়েছে । রাস্তাঘাট একেবারে শুনশান।

প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা সকলের । সবচেয়ে বেশি বিপদে পড়ছে শিশু ও বয়স্ক মানুষেরা। প্রচণ্ড গরমের ফলে অসুখ-বিসুখ বাড়ছে । গরম বাতাস বইছে যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। একটু বৃষ্টির আশায় আকাশের দিকে তাকিয়ে রয়েছেন সকলেই। কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে এখন বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা আরও বাড়বে ।যারা বাইরে বেরচ্ছে তাদের জন্য ঘাটাল থানা ওআরএস বাতাসা পানীয় জল দান করার ব্যবস্থা করছে।উপস্থিত ছিলেন ঘাটাল এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক। এস ডি পিও অগ্নিশ্বর চৌধুরী বলেন, তীব্র গরমের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে রাস্তার ধারে জলদানের ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =