দেবেন তেওয়ারি :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: শুক্রবার সকাল থেকেই গরমের দাপট শুরু। প্রচণ্ড গরমে নাজেহাল ঝাড়গ্রামের জনজীবন। প্রচণ্ড গরমের ফলে ঝাড়গ্রামে ক্রমশ অস্বস্তি বাড়ছে শুক্রবার সকাল থেকেই প্রচন্ড গরমের জন্য ঝাড়গ্রাম শহরের রাস্তাঘাটে লোকজন একেবারে নেই। রাস্তাঘাট একেবারে শুনশান। যেভাবে তাপমাত্রা বাড়ছে তাই মানুষ জরুরী কাজ ছাড়া ঘরের বাইরে কেউ বের হচ্ছেন না ।আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে তাপমাত্রা আরও বাড়তে পারে ।শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী যতই রোদের দাপট বাড়বে ততোই গরম আরো বাড়বে। আবহাওয়া দপ্তর থেকে সতর্ক করে দেওয়া হয়েছে।
অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের মানুষ এর আগে কখনো এত গরমের দাপট দেখেনি। তাই প্রচণ্ড গরমের ফলে শিশু ও বয়স্ক মানুষজন ক্রমশ অসুস্থ হয়ে পড়ছে।যার ফলে হাসপাতালগুলিতে রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। পাশাপাশি প্রচণ্ড গরমের ফলে ঝাড়গ্রাম শহরের পাশাপাশি ঝাড়্গ্রাম জেলা জুড়ে বেশ কিছু এলাকায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে। বেশ কিছু এলাকায় জলের স্তর একেবারে নেমে গিয়েছে। যার ফলে সমস্যা আরো ঘনীভূত হচ্ছে। সেই জন্য সর্বস্তরের মানুষ আকাশের দিকে তাকিয়ে রয়েছে একটু বৃষ্টির জন্য। বৃষ্টি না হলে আরো সমস্যা বাড়বে বলে সকলের আশঙ্কা।