প্রচণ্ড গরমে নাজেহাল গ্রামবাসী, ইলেকট্রিক না থাকায় ভগবানগোলা অফিস ঘেরাও ও বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভগবানগোলা :: সোমবার ৯,জুন :: প্রচণ্ড গরমে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের শিকার হলেন মহিষাস্তলী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালি রমনা, চারাবাগান, মন্তাজ নগর, কালুখালী, সুবর্ণমৃগী-সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা।

দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ সমস্যায় ভুগছেন এইসব এলাকার মানুষ। সঠিক ভোল্টেজের অভাবে দিনের পর দিন অচল অবস্থায় থাকে বাড়ির আলো, পাখা কিংবা অন্যান্য প্রয়োজনীয় ইলেকট্রিক যন্ত্রপাতি।

স্থানীয়দের অভিযোগ, এক দশকেরও বেশি সময় ধরে বহুবার ইলেকট্রিক অফিসকে বিষয়টি জানানো হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি।

দিনের পর দিন এই পরিস্থিতি চলতে থাকায় আজ সোমবার দুপুর ১২টা নাগাদ অবশেষে ক্ষুব্ধ গ্রামবাসীরা ভগবানগোলা ইলেকট্রিক অফিস ঘেরাও করেন ও প্রবল বিক্ষোভ দেখান।

বিক্ষোভকারীরা জানান, “আমরা কোনোদিন ঠিকভাবে বিদ্যুৎ পাই না। নামমাত্র ভোল্টেজে কিছুই চলে না। এত গরমে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।”

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভগবানগোলা থানার পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের আশ্বাস দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =