প্রচন্ড গরমের হাত থেকে ঝাড়গ্রাম চিড়িয়াখানায় থাকা পশুপাখিদের বাঁচাতে তৎপর বন দফতরের কর্মীরা

দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: ঝাড়গ্রাম এর তাপমাত্রা ক্রমশ বাড়ছে। বুধবার ঝাড়গ্রামে ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গিয়ে দাঁড়িয়েছে । যার ফলে হাঁসফাঁস অবস্থা সকলের। চরম দুর্ভোগের মধ্যে পড়েছে সর্বস্তরের মানুষ। ঠিক সেই সময় ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানায় থাকা পশুপাখিদের গরমের হাত থেকে বাঁচানোর জন্য বন দফতরের করে পক্ষ থেকে তত্পরতা চলছে ।ওই চিড়িয়াখানার দায়িত্বে থাকা কর্মীরা এবং পশু চিকিৎসকরা চিড়িয়াখানায় থাকা পশুপাখিদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, যাতে তারা পানীয় জল থেকে বঞ্চিত না হয় এবং তাদের শরীর যেন সুস্থ থাকে তা পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি সর্বক্ষণ নজরদারি কাজ শুরু করেছে ।

বন দফতরের পক্ষ থেকে কড়া নজরদারি রাখা হয়েছে ওই চিড়িয়াখানায় থাকা পশু-পাখিদের উপর। যেখানে সাধারন মানুষ গরমে হাঁসফাঁস অবস্থায় রয়েছে ।সেখানে পশুপাখিদের অবস্থা ও একই রকম রয়েছে।

তাই বন দফতরের পক্ষ থেকে কোনো রকমের ত্রুটি রাখা হয়নি। কড়া নজরদারি রাখা হয়েছে ওই চিড়িয়াখানায় থাকা পশু পাখিদের উপর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + eight =