দেবেন তেওয়ারি :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: প্রচণ্ড গরমে দিশেহারা অবস্থা মানুষজন কার্যত গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। রাস্তাঘাট শুনশান। জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে কেউ বের হতে চাইছে না। ঠিক সেইসময় অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম পৌরসভার দশ ও বারো নম্বর ওয়ার্ডে তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে।
পাইপলাইন মাধ্যমে ট্যাপ কলে যে জল আসছে তা খুব সামান্য । যার ফলে জলের জন্য সকাল থেকে প্রচন্ড গরম উপেক্ষা করে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে বহু মানুষ। শুধু ওই দুটি এলাকায় নয় ঝাড়গ্রাম শহরের আরো বেশ কিছু এলাকায় তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে। দীর্ঘদিন বৃষ্টি হয় নি এবং তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় কুয়াগুলির জল একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। যার ফলে কুয়া থেকে জল নিতে পারছে না ঝাড়গাম পৌরসভার বাসিন্দারা।
তাই পাইপ লাইনের মাধ্যমে যে জল সরবরাহ করা হয় সেই জলের দিকে তাকিয়ে থাকে সবাই ।কিন্তু মঙ্গলবার দেখা গেল জল খুব হালকা ভাবে আসছে। এক বালতি জল ভর্তি করতে ৪০ মিনিট সময় লাগছে। যার ফলে সমস্যায় পড়েছেন ঝাড়গ্রাম পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দারা।দৃষ্টি নেই পৌর প্রশাসনের ।