নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: শনিবার ২৭,এপ্রিল :: যাদবপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ণী ঘোষ আজকের তিনি বারুইপুর কাছারি বাজার ও বারুইপুর পুরানো বাজারে বিভিন্ন মাছ শাকসবজি কেনেন তার বাড়ির জন্য তিনি প্রচার শেষে তিনি বাড়ি ফিরে যান তার এই সমস্ত মাছ , চিংড়ি দিয়ে তার বাড়িতে রান্না হবে।।
সায়নী ঘোষ বারুইপুর কাছারী বাজার বারুইপুর পুরাতন বাজারে জনসংযোগে আসেন। কাছারী বাজার থেকে তেলাপিয়া, চারা পোনা, কাকড়া, কচি পাটা, মাগুর ইত্যাদি মাছ কেনে। সয়নি ঘোষ জানান আজ তার বাবাকে বাজারে যেতে হবে না তিনি বাজারে প্রচারের ফাঁকে শাকসবজি মাছ কিনবেন। সেই মতো তিনি প্রচারে এসে বাজার থেকে মাছ শাকসবজি কিনে নিয়ে গেলেন।
সৃজন ভট্টাচার্য বলেছিল যাদবপুর লালে লাল হয়ে যাবে সেই কথার পরিপ্রেক্ষিতে সায়নী ঘোষ বলেন ৩৪ বছরের সিপিএম এমন কাজ করেছে, লাল কাপড়টা এখন বিরিয়ানি হাড়িতে দেখা যায় বেশি। এখন বাজারে এসেছি আনন্দ করতে এসেছি লাল হবে না নীল হবে সেসব পরে দেখা যাবে