প্রচার চলাকালীন সিপিএমের প্রচার গাড়ি আটকে দুষ্কৃতী হামলা। গাড়ি ভাঙচুর মারধোর সিপিআইএম কর্মীদের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: সোমবার ৮, ডিসেম্বর :: প্রচার চলাকালীন সিপিএমের প্রচার গাড়ি আটকে দুষ্কৃতী হামলা। গাড়ি ভাঙচুর মারধোর সিপিআইএম কর্মীদের। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শান্তিপুর থানার বাগ দেবীপুর এলাকায়।

হরিপুর অঞ্চল কমিটির তরফে বাংলা বাঁচাও অভিযানকে সামনে রেখে সকাল থেকে একটি চার চাকা গাড়িতে করে প্রচারে নামে ওই এলাকার সিপিআইএম কর্মীরা। সকাল ১১ টা থেকে শুরু হয় তাদের প্রচার অভিযান।হরিপুরের বিভিন্ন অঞ্চল ঘোরার পর বিকেল নাগাদ যখন তারা মেলের মাঠ পার করে বাগ দেবীপুর এ পৌঁছায় ঠিক তখনই উল্টো দিক থেকে বেশ কয়েকজন যুবক গাড়ির সামনে এসে দাঁড়ায়। ড্রাইভারকে গাড়ি থেকে বের করে মারধর শুরু করে এবং অকথ্য ভাষায় শুরু হয় গালিগালাজ।

এরপরই শুরু হয় সেই গাড়িতে থাকা সিপিআইএম কর্মীদের ওপর মারধর। প্রচারের মাইক এবং গাড়ি ভাঙচুর করা হয়। বেশ কয়েকজন কর্মী প্রাণভয়ে ঘটনারস্থল ছেড়ে বিভিন্ন জায়গায় পালিয়ে যায়। তান্ডব চালানোর পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

পরবর্তীকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে তদন্ত শুরু করে। খবর পেয়ে সিপিএমের উচ্চপদস্থ নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীকালে শান্তিপুর থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সিপিআইএম নেতৃত্বে এর অভিযোগ এই ঘটনার পিছনে শাসক দল তৃণমূল কংগ্রেস দায়ী । তৃণমূল কংগ্রেসের মদতে তাদের দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ সিপিআইএমের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two − one =