কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: প্রজাতন্ত্র দিবসের দিন বিপুল পরিমাণ বোমা উদ্ধার। মালদার বৈষ্ণবনগরের কুম্ভীরা ফাঁড়ির বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প পাড়ায় বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার। ঘটনাস্থলে বৈষ্ণবনগর থানার পুলিশ বাহিনী।
খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। এলাকায় উত্তেজনা। পাড়ার একটি বাঁশঝাড়ের পাশে পাটকাঠির মাথার নিচে রাখা আছে বোমাগুলি। দুটি বালতি ও একটি ব্যাগ ভর্তি বোমা। সব মিলিয়ে পঞ্চাশটিরও বেশি বোমা থাকার আশঙ্কা।পুলিশী উদ্ধার চলছে ।