প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কুচ কাওয়াজের অনুশীলন পর্ব

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ২৫,জানুয়ারি :: আর একদিন বাদেই রয়েছে প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসের আগে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাঠে অনুষ্ঠিত হলো কুচকাওয়াজের অনুশীলন।

আগামী সোমবার রয়েছে ৭৭তম প্রজাতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে শনিবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়ে গেল কুচকাওয়াজের অনুশীলন।

প্রত্যেক বছর প্রজাতন্ত্র দিবসের আগে কুচকাওয়াজের অনুশীলন পর্ব অনুষ্ঠিত হয়। প্রত্যেক বছরের মত এই বছরেও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাঠে ওই অনুশীলনের আয়োজন করা হয়।

মহড়ায় মোট ১৮টি দল অংশগ্রহণ নেয়। অংশগ্রহণ করার দলগুলি যথাক্রমে, এসএসবির একটি দল,১৪টি স্কুলের পড়ুয়াদের,পাশাপাশি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তিনটি বিশেষ কনটিনজেন্ট।এই বিশেষ কনটিনজেন্ট গুলির মধ্যে ছিল উইনার্স কনটিনজেন্ট,লেডি কনটিনজেন্ট ও মেল কনটিনজেন্ট।

কুচকাওয়াজের অনুশীলনের নেতৃত্ব দেন এসিপি শিলিগুড়ি মোহাম্মদ আব্দুল হাই সরদার।পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন,রিজার্ভ ইন্সপেক্টর তেনজিং লামা এবং ইন্সপেক্টর হেডকোয়ার্টার জিয়াসউদ্দিন আহমেদ।

প্রসঙ্গত জানা গেছে, আগামী ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মূল অনুষ্ঠানে কুচকাওয়াজে নেতৃত্ব দেবেন রিজার্ভ ইন্সপেক্টর ও প্যারেড কমান্ডার তেনজিং লামা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − twelve =