প্রজাতন্ত্র দিবস দিবসে কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুবরাজপুর :: সোমবার ২৭,জানুয়ারি :: ২৬ জানুয়ারি সারা ভারত জুড়ে আড়ম্বরের সাথে পালিত হয় ৭৬ তম প্রজাতন্ত্র দিবস। ভারতে সাধারণতন্ত্র  দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি।

তাই প্রজাতন্ত্র দিবসে দুবরাজপুর নাগরিক সমিতি পরিচালিত সত্যানন্দ শিশু ভারতী নামে একটি বেসরকারি স্কুলে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালন করা হল।

এদিন স্কুল মঞ্চে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানও আয়োজিত হয়। এদিন উপস্থিত ছিলেন সত্যানন্দ শিশু ভারতীর সম্পাদক ডাক্তার এস. পি মিশ্র, সহ-সভাপতি আল আফ্তাব, কোষাধ্যক্ষ কিশোর আগরওয়াল, প্রিন্সিপাল নূপুর চক্রবর্তী সহ অভিভাবক অভিভাবিকা ও শিক্ষক শিক্ষিকারা।

৭৬ তম প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব বক্তব্য, গান, কবিতা, আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে তুলে ধরে সত্যানন্দ শিশু ভারতীর ছাত্রছাত্রীরা। সবশেষে স্কুলের পক্ষ থেকে বাৎসরিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। লোয়ার কেজি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ১৭০ জন ছাত্রছাত্রীকে পুরস্কার দেওয়া হয়।

এছাড়াও ২১ জন ছাত্রছাত্রীকে আর্থিক পুরস্কার এবং একজনকে ট্যাব দেওয়া হয়। অন্যদিকে প্রতিটি শ্রেনির বিষয় ভিত্তিক শিক্ষক শিক্ষিকারা তাঁদের সর্বোচ্চ নম্বর প্রাপক ছাত্রছাত্রীদের ব্যক্তিগত ভাবে পুরস্কার প্রদান করেন বলে জানান প্রিন্সিপাল নূপুর চক্রবর্তী। তবে এবারে পঞ্চম শ্রেণীর ফারনাজ ফাতেমা সর্বোচ্চ নম্বর পেয়েছে তাই তাঁকে একটি ট্যাব দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 2 =