নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: সোমবার ৫,মে :: প্রতিদিনের মতো সোমবার মাছ ধরতে গিয়ে মাছ গঙ্গায় নৌকা থেকে পড়ে যায় বছর ৬৫ এক বৃদ্ধ। ঘটনাটি ঘটে এদিন পূর্ব বর্ধমান জেলার কালনা মহিষমুদ্দিন গঙ্গার ঘাট এলাকায়। গঙ্গায় তলিয়ে যাওয়া ওই বৃদ্ধের নাম সন্ন্যাসী মাঝি। বয়স আনুমানিক ৬৫ বছর।
জানা যায় শান্তিপুর থানার অন্তর্গত চাঁদকুড়ি লিচুতলা পাড়া এলাকার বাসিন্দা সন্ন্যাসী মাঝি। পেশায় জেলে। সেই পেশার কারণেই প্রতিদিনের মতো আজ ভোর বেলায় নৌকা নিয়ে তার নাতিকে সঙ্গে করে মাছ শিকার করতে যায়।
পরিবারের দাবি বেশ কিছুদিন ধরে সন্ন্যাসী মাঝি শারীরিক অসুস্থ ছিল। সেই কারণেই হয়তো নৌকা থেকে সে মাঝ গঙ্গায় পড়ে গিয়েছে। পুরো বিষয়টি তার নাতির কাছ থেকেই জানতে পারে পরিবারের লোকজন। এরপরে খবর দেওয়া হয় শান্তিপুর থানায়।
শান্তিপুর থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফ থেকে খোঁজ শুরু করে। এখনো পর্যন্ত পাওয়া যায়নি ওই বৃদ্ধকে। তবে বৃদ্ধ কে পাওয়া গেলে তার ময়নাতদন্তের পরই সুস্পষ্টভাবে জানা যাবে কি কারনে তিনি গঙ্গায় পড়ে গেলেন।