প্রতিনিয়ত ছাত্রীদের কটুক্তি করার অভিযোগ, অবশেষে হাতেনাতে গ্রেফতার চার যুবক

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: শুক্রবার ২৩,জানুয়ারি :: ২ নম্বর ব্লকের বামনহাট ১ নং গ্রাম পঞ্চায়েতের বামনহাট উচ্চ বিদ্যালয়ের বাইরে দীর্ঘদিন ধরে ইভটিজিং ও বেপরোয়া বাইক চলাচলের অভিযোগ উঠছিল।

সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার সকাল প্রায় ১১টা নাগাদ বিশেষ পুলিশি অভিযানে বিদ্যালয় সংলগ্ন এলাকায় স্কুলছাত্রীদের উত্যক্ত করার সময় হাতেনাতে ধরা পড়ে চার যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আটক চারজনই নাবালক এবং নিজেদের ওই বিদ্যালয়ের শিক্ষার্থী বলে দাবি করেছে।এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন স্কুলের ছাত্রই যদি হয় তাহলে ১১ টার পরেও বাইরে কেন ছাত্রীদের কটুক্তি করবে ? বিষয়টি যেহেতু স্কুলের বাউন্ডারির বাইরে ঘটেছে সেক্ষেত্রে প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নেবে। এতে কর্তৃপক্ষের কোন কিছু বলার নেই।

বিদ্যালয়ের সামনে ও বামনহাট রেলস্টেশন চত্বরে যুবকদের আড্ডা, নেশা ও দ্রুতগতির বাইক চলাচল নিয়ে দীর্ঘদিন ধরেই ছাত্রী ও শিক্ষক মহলে আতঙ্ক ছিল। বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের অভিযোগ, ছাত্রীদের লক্ষ্য করে কটূক্তি প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছিল।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং অভিভাবক মহল বিদ্যালয়ের সামনে ও রেলস্টেশন সংলগ্ন এলাকায় নিয়মিত পুলিশি টহল ও কড়া নজরদারির দাবি জানিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 10 =