সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: দক্ষিণ ২৪ পরগনা :: শুক্রবার ২৭,অক্টোবর :: লক্ষ্মীপূজাকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিবছরের ন্যায় এ বছরও গ্রাম থেকে কলা গাছ কেটে নিয়ে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেন গ্রামবাসীরা ।
এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে বারুইপুর , জয়নগর , মগরাহাট , বিষ্ণুপুর সহ বিভিন্ন এলাকার একাধিক গ্রামের বাসিন্দারা । গ্রামের বিভিন্ন জমি থেকে কলা গাছ সংগ্রহ করে সঙ্গে শীষ ডাব , তীরকাঠি , বেলপাতা সহ একাধিক নানা ধরনের পূজোর সামগ্রী গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে পাড়ি দেবে।
বিশেষত এই কলাগাছকেই কোজাগরী লক্ষ্মীরূপে পুজো করেন অনেক বাসিন্দা। কোথাও আস্ত কলাগাছকে কাপড় পরিয়ে সাজানো হয়। আবার কেউ কলার বাজরা কেটে নৌকা তৈরি করে তাতে পঞ্চশস্য এবং সোনা-রূপার মুদ্রা রেখে মা লক্ষ্মীর আরাধনা করেন। তাই আজও কলাগাছকে মনে করা হয় বিষ্ণুপ্রিয়া। কোজাগরী লক্ষ্মী পুজোয় তাই কোলকাতায় বহু বাড়িতেই পূজিতা হন কলাগাছরূপী মা লক্ষ্মী।