সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: গরুমারা :: শুক্রবার ১৮,সেপ্টেম্বর :: বিশ্বকর্মা পুজোর দিন ডুয়ার্সে পূজিত হয় বিশ্বকর্মার বাহন। প্রতিবছরের মতো এবছরও হাতির পুজোর আয়োজন করা হয়েছে গরুমারা জাতীয় উদ্যানে। পুজোয় সামিল হলেন বনকর্মী, বনবস্তির বাসিন্দা সহ পর্যটকরা।
প্রতিবছর বিশ্বকর্মা পুজোর দিন ডুয়ার্সের গরুমারা বন্যপ্রাণ বিভাগের অন্তর্গত গরুমারা বিট, ধূপঝোড়া বিট এবং বুধুরাম বিটের পিলখানাগুলোতে হাতি পুজো অনুষ্ঠিত হয় । বন দফতরের উদ্যোগে বুধবার ডুয়ার্সের গরুমারা বন্যপ্রাণ শাখার অন্তর্গত তিনটি বিটে মোট ২৯ টি কুনকি হাতিকে পুজো করা হয়।
ডুয়ার্সের দক্ষিণ ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে জেনি,হিরালি,শীলাবতী, মাধুরী সহ বন দফতরের মোট ১০ টি পোষ্য কুনকি হাতিদের মালা পরিয়ে, সাজিয়ে পুজো করলেন মাহুত ও বনকর্মীরা।
পিলখানাগুলোতে পুজোর পাশাপাশি আয়োজন করা হয়েছিল স্পেশ্যাল মেনুরও। আর সেই পুজো দেখতেই ভিড় জমিয়েছিলেন গ্রামবাসী এবং পর্যটকরা।
পুজো উপলক্ষে এদিন সকাল থেকেই কুনকি হাতিদের নিয়ে মাহুতদের ব্যস্ততা ছিল চরমে। কুনকি হাতিগুলিকে প্রথমে মূর্তি নদীতে ভালো করে স্নান করিয়ে হাতিদের গায়ে নানা রঙের চক দিয়ে নকশা এঁকে সাজানো হয়।
এরপর প্রতিটি হাতির গায়ে লিখে দেওয়া হয় তাদের নাম। এরপর তাদের পুজো করা হয়। সকলের নিজের হাতে কলা,আখ হাতিকে খেতে দেয়।
শাঁখ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে চলে পুজো। পুরোহিত সমস্ত নিয়মনীতি মেনে, মন্ত্রোচ্চারণ করে পুজোর কাজ সারেন।পুজো উপলক্ষে এদিন কুনকি হাতিদের জঙ্গল পাহারার কাজ থেকে ছুটি দেওয়া হয়।
আর এই হাতি পুজো দেখতে পর্যটকদের ভিড় জমেছিল ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে ।পর্যটকদের পাশাপাশি আশেপাশে গ্রামের মানুষজনও প্রতিবছর এই বিশেষ দিনটিতে আনন্দে মেতে ওঠে।