সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: শনিবার ২৮,অক্টোবর :: তিলে তিলে জমানো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা থেকেই লক্ষ্মী পুজোর আয়োজন। দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের চেমাগুড়ি এলাকায় মহিলা গোষ্ঠীর পরিচালনায় আয়োজিত হচ্ছে লক্ষ্মীপুজো।লক্ষ্মী ভাণ্ডারের টাকা তিলে তিলে জমিয়ে গ্রামের মেয়েদের উদ্যোগেই হচ্ছে কোজাগরী লক্ষ্মীপুজো।
এবছর দ্বিতীয় তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। কথায় আছে মেয়েরাই লক্ষ্মী। তাই অসংখ্য লক্ষ্মী মেয়েদের জমানো টাকা থেকেই লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়। তিলে তিলে জমানো লক্ষ্মী ভাণ্ডারের টাকায় হচ্ছে লক্ষ্মী পুজো।মূলত গঙ্গাসাগর প্রান্তিক দ্বীপ এলাকার হওয়ার কারণে প্রতিবছর প্রাকৃতিক বিপর্যয় তছনছ হয়ে যায় জমির ফসল।
অনা বৃষ্টির কারণে এ বছর জমিতে ফসল ফলাতে পারেনি এলাকাবাসীরা। এরপরে আর্থিক সংকটের মধ্যে পড়েছে গ্রামবাসীরা। আর এই আর্থিক সংকট থেকে উদ্ধারের জন্য কার্যত রাজ্য সরকারের দেওয়া লক্ষীর ভাণ্ডারের টাকায় দেবী লক্ষীর আরাধনাতে ব্রতী হয়েছে গ্রামের মহিলারা।
এ বিষয়ে পদ্মা মাহাতো নামে এক মহিলা তিনি জানান, গঙ্গাসাগর দ্বীপ এলাকা চারিদিকে নদী বিস্তৃত প্রতিবছর বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় নদী বাঁধ ভেঙে এলাকা প্লবিত হয়। নদীর নোনা জলে নষ্ট হয়ে যায় ফসল। এই বিপদে হাত থেকে বাঁচাতেই গ্রামের মহিলারা উদ্যোগ নিয়েছে গ্রামের লক্ষ্মী পূজা করার।
রাজ্য সরকারের দেওয়া লক্ষ্মীর ভান্ডারে টাকা তিল তিল করে জমিয়ে গ্রামের মহিলারা এই গ্রামে লক্ষ্মীপূজা শুরু করে। মা লক্ষ্মী আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবে। দুর্গাপুজোতে আনন্দ না হলেও লক্ষী পুজোতে গ্রামের সকল মহিলারা সামিল হয় এবং নিজেদের সাধ্যর মধ্যেই আমরা লক্ষ্মীপূজো করে থাকি।