নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: মঙ্গলবার ২৩,ডিসেম্বর :: প্রতিবেশীকে বাবা দেখিয়ে খসড়া ভোটার তালিকায় নাম তুলল ছেলে।পূর্ব বর্ধমানের মেমারির মহেশ ডাঙা ক্যাম্প এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ।
পবিত্র বিশ্বাস নামে এক ব্যক্তি প্রতিবেশী প্রমথ বিশ্বাসকে বাবা হিসেবে দেখিয়েছেন। প্রমথ বিশ্বাসের স্ত্রী লালমতি বিশ্বাসকে মা বলে উল্লেখ করে পূরণ করেছেন এমুনারেশন ফর্ম। প্রমথ বিশ্বাস ও লালমতি দেবী দুজনেরই নাম ছিল ২০০২ সালের ভোটার তালিকায়।
বর্তমানে প্রমথ বাবু মৃত। তাঁদের বাবা মা দেখিয়ে এনুমারেশন ফর্ম ফিলাপ করে জমা দিয়েছেন পবিত্র বিশ্বাসের স্ত্রী সুকৃতা। তিনি বাংলাদেশ থেকে এসে পবিত্রকে বিয়ে করেছিলেন। পবিত্র এখন থাকেন কাতারে।
লালমতি বিশ্বাস বিএলওকে জানিয়েছেন,পবিত্র নামে আমার কোনও সন্তান নেই। লালমতির এক ছেলেও জানিয়েছেন, পবিত্র নামে আমার কোনও দাদা বা ভাই নেই। বিএলও জানান, বিষয়টি বিস্তারিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

