নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ২০,ফেব্রুয়ারি :: মৃত পরিযায়ী শ্রমিকের পাশে দাড়ালেন জেলা পরিষদ সদস্যা তথা ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী। পরিবারের সঙ্গে দেখা করে ব্যক্তিগত ভাবে তুলে দিলেন আর্থিক সাহায্য। দলের অন্যান্য নেতৃত্বকেও নির্দেশ দিলেন সাহায্য করার জন্য। প্রশাসনিক দিক থেকেও সঠিক সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিলেন পরিবারকে।
পেটের টানে সংসার চালাতে ভিন রাজ্যে কাজে গেছিলেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালুভরোট এলাকার বাসিন্দা তুফানু মহালদার (৪৮)। দিল্লিতে রাজমিস্ত্রির কাজ করতেন তিনি। কিন্তু গত শনিবার কাজ করতে করতেই মাথা ঘুরে পড়ে যান। সহকর্মীরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এদিকে তুফানুর মৃত্যুর খবর এলাকায় পৌছাতেই কান্নাই ভেঙে পড়ে পরিবারের লোকেরা।
অন্যদিকে দিল্লি থেকে দেহ কি ভাবে ফিরাবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে তুফানুর স্ত্রী।প্রতিবেশীরা চাদা তুলে দেহ ফেরানোর ব্যবস্থা করেন। মঙ্গলবার গ্রামে দেহ ফিরতেই ওই পরিবারের সঙ্গে দেখা করতে যান জেলা পরিষদ সদস্যা তথা হরিশ্চন্দ্রপুর ১ (বি) ব্লক তৃণমূলের সভানেত্রী মর্জিনা খাতুন।
পরিবারের লোককে সমবেদনা জ্ঞাপন করেন। ব্যক্তিগত ভাবে তুলে দেন আর্থিক সাহায্য।তৃণমূলের অন্যান্য অঞ্চল নেতৃত্ব এবং পঞ্চায়েতের জন-প্রতিনিধিদেরকেও সাহয্যের নির্দেশ দেন।সাথে মর্জিনা দেবি আশ্বস্ত করেন তিনি এই পরিবারের পাশে থাকবেন