নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার ৮,ডিসেম্বর :: শোবার ঘরে বিছানায় শুয়ে আছেন অসুস্থ বৃদ্ধা স্ত্রী। আর ওই ঘরেতেই লেগেছে আগুন। গোটা ঘর ধোঁয়ায় ঢেকে যায়। শয্যাশায়ী স্ত্রীকে ওই অবস্থায় তার বৃদ্ধ স্বামী কিভাবে ছেড়ে যাবেন ? শেষমেষ প্রতিবেশীদের তৎপরতায় রক্ষা পেল বৃদ্ধ স্বামী, স্ত্রী ও তাদের পোষ্য। শুক্রবার এই ঘটনার সাক্ষী ঘুশুরির ধর্মতলায়।
পুলিশ সূত্রে খবর শুক্রবার দুপুর বারোটা নাগাদ ঘুসুড়ির ধর্মতলা লেনের একটি তিনতলার ফ্ল্যাটে আগুন লাগে। ওই ফ্ল্যাটে সেই সময় ৮০ বছর বয়সী বৃদ্ধ নীতেন্দ্রনাথ রায় এবং তার স্ত্রী রমা রায় ছিলেন। নীতেন্দ্রবাবু জানিয়েছেন স্ত্রীকে স্নান করার পর তাকে তিনি যখন শোবার ঘরে রাখেন তখন দেখতে পান গোটা ঘর ধোঁয়ায় ঢেকে গেছে।

দমকল কর্মীরা দ্রুত পোষ্য একটি ল্যাবরেডর কুকুর উদ্ধার করেন। পাশাপাশি এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ফ্ল্যাটের শোবার ঘর এবং ডাইনিং রুমের বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়।

পরে প্রতিবেশীরা এসে উদ্ধার করেন। দমকল আধিকারিকরা জানিয়েছেন ফ্ল্যাটে ঢুকে তারা প্রথমেই রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার বের করে দেন। না হলে আরও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো।