নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: সোমবার ১৩,জানুয়ারি :: প্রতিবেশীর বন্দুকের গুলিতে জখম মা ও ছেলে। ঘটনাটি ব্যান্ডেল সাহাগঞ্জ ঝাঁপ পুকুর এলাকায়। এলাকা সূত্রে জানা যায় যে ওই এলাকার বাসিন্দা সুরজিৎ বসু তার পোষ্য হাঁসের জন্য বাড়ির সামনের পুকুর থেকে গুগলি তুলে পুকুরের পাড়ে ধুচ্ছিলেন। তাতেই পুকুরের পাড় নোংরা হয়েছিল।
এই নিয়েই তার প্রতিবেশী সুনীল দেবনাথ গালিগালাজ করতে থাকে। সুরজিৎ সুনীলকে বারংবার বলে সে পুকুরের পাড় ধুয়ে দেবে। এরপরেই সুনীল সুরজিৎকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দেয়। এরপরে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় সুরজিতের মা শুভদ্রা বসু।
সুরজিৎ পুকুর থেকে ওঠা মাত্রই সুনীল কাটারি নিয়ে তার দিকে তেড়ে যায়। তখনি শুভদ্রা দেবী ছেলেকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। সুরজিৎ এর অভিযোগ সেই সময় সুনীল ঘরে গিয়ে তার কাছে থাকা বন্দুক বের করে নিয়ে এসে আমাদের দিকে গুলি চালায়।
ঘটনা সূত্রে জানা যায় এটা এখানকার বাসিন্দা নয় ত্রিপুরার বাসিন্দা এই এলাকাতে এসে ঘর ভাড়া করে বসবাস করছে বহু অভিযোগ রয়েছে সেই পরিবারের বিরুদ্ধে। তাতেই আমার মা ও আমি জখম হই। এর পরে স্থানীয়রা তড়িঘড়ি দুজনকে সেখান থেকে উদ্ধার করে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ।