নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পানাগড় :: সোমবার ২৪,মার্চ :: প্রতিবেশীর মারে গুরুতর আহত হয়ে দুর্গাপুরে চিকিৎসাধীন বৃদ্ধর মৃত্যু হলো হাসপাতালে।মৃতের নাম কপিল জয়সওয়াল।বয়স আনুমানিক ৬৫ বছর । ওই বৃদ্ধর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
অন্যদিকে যারা ওই বৃদ্ধকে মারধর করেছিল ঘটনার পর থেকেই নিরুদ্দেশ রয়েছে তারা। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ৭ মার্চ পানাগড় বাজারের ক্ষুদিরাম বোস রোড এলাকায়। এই ঘটনায় গত ৮ তারিখে প্রতিবেশীর বিরুদ্ধে কাঁকসা থানায় লিখিত অভিযোগ জানান মৃত বৃদ্ধর ছেলে রোহিত জয়সওয়াল।
পরিবারের অভিযোগ তারই প্রতিবেশী রাকেশ জয়সওয়াল ও তার পরিবার জমি সংক্রান্ত বিষয়ে জমির সীমানা নিয়ে তার বাবাকে বাড়ি থেকে ডেকে লোহার রড জাতীয় কিছু দিয়ে তার বাবা কপিল জয়সওয়ালের মাথায় মারে।
সাথে সাথে চিৎকার করতে করতে তার বাবা মাটিতে পড়ে যান।বাবার চিৎকার শুনে তার ভাই ছুটে গিয়ে বাবাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করে তার প্রতিবেশী ও তার পরিবার।
গুরুতর আহত অবস্থায় তার বাবা ও ভাইকে প্রথমে কাঁকসার রাজবাঁধের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হলে ভাইকে ছেড়ে দেওয়া হলেও বাবার অবস্থার অবনতি ঘটলে তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।সেখানেই চিকিৎসাধীন ছিলেন তার বাবা।এর পরেই মৃত্যু হয় তার বাবার।