কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: প্রতিবেশী মহিলাকে ভিন রাজ্যে কাজে নিয়ে গেছিলেন অপর এক প্রতিবেশী ব্যক্তি। আর এই ঘটনাটি জানতে পেরে ওই ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠলো মহিলার আত্মীয়দের বিরুদ্ধে। জখম ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার বিরামপুর এলাকার গাজিয়াপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে আক্রান্ত ব্যক্তির নাম রবিউল শেখ (৩৫)। প্রতিবেশী এক পরিত্যক্তা মহিলাকে ভিন রাজ্যে কাজে নিয়ে গেছিলেন রবিউল। এরপর একমাস আগে দিল্লিতে কাজ করতে যাওয়া রবিউল ওই মহিলাকে সেখান থেকেই ট্রেনে করে মালদার গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে। ওই মহিলা তার বাবার বাড়ি ফিরতেই সমস্ত বিষয়টি জানতে পেরে উত্তেজিত হয়ে উঠে তাদের আত্মীয়েরা।
গত কয়েকদিন আগে রবিউল দিল্লি থেকে কাজ করে গ্রামের বাড়িতে ফিরে আসেন। এরপর এই শুক্রবার রাতে রবিউলের ওপর হামলা চালায় ওই মহিলার দুই ভাইসহ পরিবারের লোকেরা। কেন তাদের না জানিয়ে বাড়ির মহিলাকে ভিন রাজ্যে কাজে নিয়ে গিয়েছিলেন সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিউল ইসলামের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।