নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ২,মার্চ :: বাংলায় যতদিন মা-মাটি-মানুষের সরকার রয়েছে, ততদিন এই বাংলার মানুষকে ভাতে মারতে পারবে না কেন্দ্র। যেমন কথা তার তেমন কাজ। সোমবার ২৬ ফেব্রুয়ারি থেকে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০ দিনের কাজের বকেয়া মজুরি পাঠানো শুরু করে দিয়েছে রাজ্য। ১ মার্চের মধ্যেই সমস্ত উপভোক্তা দের ব্যাংক একাউন্টে চলে যাবে প্রাপ্য বকেয়া টাকা।
কেন্দ্রের বঞ্চনা ঘোচাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পাশে দাঁড়িয়েছে সাধারণ খেটে খাওয়া মানুষের। এদিন জেলায় জেলায় শ্রমিকরা দু-বছরের বকেয়া টাকা পেয়ে উল্লাসে ফেটে পড়েন ঠিক একই ভাবেই মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের সাবলপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকার শ্রমজীবী মানুষদের একত্রিত করে আজকের এই দিনটিতে ।
বিশেষ একটি সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গ্রাম পঞ্চায়েত প্রধানের পক্ষ থেকে মূলত কেন্দ্রের বঞ্চনা ও রাজ্য সরকারের এই অভূতপর্ব ভাবনা কে স্বাগত জানাতেই আজকের এই কর্মসূচি আয়োজন করা হয়েছিল সাটি তারা এন এস উচ্চ বিদ্যালয়ে । উপস্থিত ছিলেন বড়ঞা পঞ্চায়েত সমিতির সদস্য মাহে আলম জেলা পরিষদ সদস্য আনারুল শেখ গ্রাম পঞ্চায়েত প্রধান পাপিয়া ঘোষ সহ বিশিষ্ট নেতৃত্ব ও গ্রামের সাধারণ মানুষেরা।