কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার :: ১০,জানুয়ারি :: প্রতিষ্ঠার প্রায় সাড়ে তিন দশক পর এই প্রথম পরিচালন কমিটির ভোট হচ্ছে পুরাতন মালদার তাঁতবিহীন তন্তজীবী সমবায় সমিতিতে। বর্তমানে এই সমবায় সমিতির অধীনে দুটি বিশাল তাঁতঘর থাকলেও কোনো কাজ হয় না। তবে প্রতিবছর নিয়মমাফিক সভা হলেও কোনো নির্বাচিত পরিচালন কমিটি ছিল না।
এবারেই প্রথম ভোটের মাধ্যমে পরিচালন কমিটির সদস্যদের নির্বাচন করা হচ্ছে। মোট নয়টি আসনের জন্য ১৯ জন প্রার্থী লড়াই করছেন। সমিতির ২২৫ জন সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নয়জনকে বাছাই করে নেবেন।
শুক্রবার এদিন আনুমানিক সাড়ে দশটা নাগাদ পুরাতন মালদার কোট স্টেশন এলাকায় অবস্থিত সমিতিতে ভোট দান শুরু হয়।ভোটকে কেন্দ্র করে যাতে কোনো অশান্তি না হয়, তার জন্য নিরাপত্তা ব্যবস্থা ছিল যথেষ্ট আটোসাটো।