নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :; বাঁকুড়া :: প্রতি বছরের মতো এবছরও বর্ষবরণের দিনে রামকৃষ্ণ মঠ ও মিশন গুলিতে মহাসমারোহে উদযাপিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘কল্পতরু উৎসব’। রবিবার সকাল থেকেই বাঁকুড়ার জয়রামবাটি মাতৃ মন্দিরে এই উপলক্ষ্যে ভক্তদের ঢল নেমেছে। মাতৃমন্দিরে চলছে বিশেষ মঙ্গলারতি, পূজা পাঠ সহ অন্যান্য অনুষ্ঠান।
প্রসঙ্গত, ১৮৮৬ সালের ১ জানুয়ারি ‘কল্পতরু’ অবতারে অবতীর্ণ হন ঠাকুর শ্রী রামকৃষ্ণপরমহংসদেব। তারপর থেকেই বিশেষ এই দিনটিতে রামকৃষ্ণ ভাবাদর্শে দীক্ষিত মানুষ ও প্রতিষ্ঠান গুলির তরফে ‘কল্পতরু উৎসব’ উদযাপিত হচ্ছে। মানুষের বিশ্বাস, কল্পতরু উৎসবের দিন পরমহংস দেবের কাছে মন থেকে চাইলে সেই ইচ্ছা পূরণ হয়।
প্রতিবারই বছরের শুরুতেই ব্যাপক ভক্ত সমাগম হয় জয়রামবাটিতে। ‘কল্পতরু উৎসবে’ যোগ দেন বহু মানুষ। মাতৃমন্দিরে দিনভর চলে হোম-যজ্ঞ ও পুজোপাঠ। এবছরও তার ব্যতিক্রম হয়নি।