নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: সোমবার ৩১,মার্চ :: প্রতি বছরের মত এবছরও কাঁকসায় প্রথা মেনে কাঁকসার দানবাবা মাজারে ঈদের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়।সেই মত আজ সকালে কাঁকসার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০ হাজারের বেশি ইসলাম ধর্মের মানুষ ঈদ উপলক্ষ্যে নামাজ পড়েন দানবাবা মাজারে।
এদিন নামাজের পর একে ওপর কে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা জানান।পাশাপশি এদিন কাঁকসা থানার পক্ষ থেকে দানবাবা সেবা কমিটি কে ও মৌলবী সাহেবকে ফুলের তোড়া ও ফল মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়।
নামাজ শেষে আজ সকাল ৯টা নাগাদ ইমাম বলেন বিশ্বের সকল মানুষ যাতে সুস্থ থাকে ভারতবর্ষে সকল ধর্মের মানুষ এক হয়ে শান্তিতে বসবাস করে ও দেশে সম্প্রীতি বজায় থাকে সেই প্রার্থনা করেছেন।