নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১৮,আগস্ট :: ১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস হলেও, মালদাবাসী আক্ষরিক অর্থে স্বাধীনতার আস্বাদ পেয়েছিলেন তার ঠিক তিনদিন পর অর্থাৎ ১৮ই আগস্ট।
তাই প্রতি বছর ১৮ই আগস্ট দিনটিতে পালিত হয়ে আসছে মালদার স্বাধীনতা দিবস অর্থাৎ ভারতভুক্তি দিবস। রবিবার সেই দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল মালদা জেলা গ্রন্থাগারের বইবাগানে। উপস্থিত ছিলেন জেলা গ্রন্থাগার সচিব প্রসেনজিৎ দাস, অধ্যাপক শক্তিপদ পাত্র, অধ্যাপিকা আইরিন শবনম, তুষার কান্তি মন্ডল সহ আরো অনেকে।