নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: সোমবার ১৯,মে :: ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত প্রত্যন্ত ভান্ডানি বড়বাড়ি থেকে টুকলিমারি পর্যন্ত ৯৭ বুথ থেকে শুরু করে ৯৯ বুথ হয়ে ১০৮ নং বুথ পর্যন্ত রাস্তার কাজের শুভ শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ।
রবিবার আনুষ্ঠানিকভাবে এই রাস্তার কাজের শিলান্যাস করেন ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়। উল্লেখ্য প্রত্যন্ত এই এলাকায় দীর্ঘদিন থেকেই রাস্তাটির বেহাল অবস্থা হয়ে পড়েছিল।
প্রতিদিন কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন।একদিকে দমকল সহ আরও একাধিক যানবাহন যেতে যাতে কোনো সমস্যা না হয় সেকারণেই পাকা রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসীরা ।
জানা গেছে আদিবাসী উন্নয়ন দপ্তরের আর্থানুকুল্যে প্রায় ৪৮ লক্ষ টাকা ব্যয়ে প্রায় দুই কিলোমিটার ব্যাপী রাস্তাটি নির্মাণ করা হবে। এদিন রাস্তার শিলান্যাস উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যেখানে ধূপগুড়ির বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা মমতা সরকার বৈদ্য,গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ধর্মনারায়ন রায়, বর্তমান প্রধান বিজয় চন্দ্র রায়, প্রাক্তন জেলা পরিষদ সদস্য ধজেন্দ্রনাথ রায়, সমাজসেবী মলয় রায়, রুপালি রায় সহ আরও অনেকেই।