প্রত্যন্ত এলাকার মানুষেরা পাড়ায় বসেই পাবেন চিকিৎসা, ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের শুভ উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামালপুর :: শুক্রবার ১২,ডিসেম্বর :: চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য পূর্ব বর্ধমানে ১৪ টির মত ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র অর্থাৎ চিকিৎসা ভ্যান তুলে দিয়েছেন।তার মধ্যে একটি পেয়েছে জামালপুর ব্লক।

পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত পাঁচড়া এলাকায় এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের শুভ উদ্বোধন হয়ে গেল। যে ভ্যান গুলো প্রত্যেকটি প্রত্যন্ত ও দুর্গম এলাকায় পৌঁছে যাবে, এবং

অসহায় খেটে খাওয়া মানুষেরা হাতের নাগালে পেয়ে যাবেন সুচিকিৎসা। অনেক মানুষ আছেন যারা বিভিন্ন হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারেন না তারা খুব সহজেই পাড়ায় বসে চিকিৎসা পাবেন।

এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে থাকছে ডাক্তার, ল্যাব টেকনিশিয়ান, নার্স , আশা দিদি মনিরা, সমস্ত ধরনের চিকিৎসা চলবে। রক্ত পরীক্ষা থেকে শুরু করে ইসিজি সহ সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা থাকবে এখানে। স্বাভাবিকভাবেই এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র পেয়ে খুশি সাধারণ মানুষেরা ।

উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, জামালপুর হাসপাতালে BMOH,BDO পার্থ সারথী দে, তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক,

পাঁচড়া পঞ্চায়েতের প্রধান বিকাশ পাকড়ে সহ বিভিন্ন সরকারি আধিকারিক ও চিকিৎসক থেকে শুরু করে প্রচুর সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + twenty =