সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: পাথরপ্রতিমা :: বৃহস্পতিবার ৬,ফেব্রুয়ারি :: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লক ১৫ টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। তার মধ্যে পাথরপ্রতিমার জি প্লট গ্রাম পঞ্চায়েত বঙ্গপসাগরের কুলবর্তী বিস্তীর্ণ এলাকা নিয়ে।
তার মধ্যে জি প্লট গ্রাম পঞ্চায়েতের তটের বাজার সংলগ্ন সতীশ জানার ঘাট এলাকায় প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে একটি হরিণ কখনো গৃহপালিত পশুর সঙ্গে মাঠে, কখনো এলাকার বাড়িতে ঢুকে খাচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি, মাঝেমধ্যে এলাকার মানুষের কাছেও পর্যন্ত আসছে! এ দৃশ্য দীর্ঘ প্রায় পাঁচ বছর আগে থেকে চলছে বলে এলাকার মানুষের দাবি ।
বিভিন্ন কলেজ ছাত্রীদের দাবি দীর্ঘ প্রায় চার-পাঁচ বছর আগে হঠাৎ করে একটি হরিণ শাবককে দেখতে পাওয়া যায় নদীর চরে ম্যানগ্রোভ জঙ্গলে আস্তে আস্তে হরিণের শাবকটি বড় হতে থাকে ।
তবে মাঝেমধ্যে এই এলাকার প্রশাসন এবং বনদপ্তরের লোকজন এলাকার মানুষকে সতর্ক করে দিয়ে যায় হরিণ শাবককে যেন কোনরূপ ক্ষতি করা না হয়। তারপর থেকেই এলাকার মানুষের কাছাকাছি থেকে তাদের আদর যত্নে বড় হয়ে উঠেছে এই হরিন। আর সেই হরিণ নিয়ে এলাকার মানুষের উৎসাহের কোন খামতি নেই।