নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: প্রথমে ১১ জনকে উদ্ধারের পর আরও কয়েক দফায় রবিবার ভোর রাত পর্যন্ত মোট ৪৪ জন বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করা হয় ভারতীয় মৎস্যজীবী ট্রলারের মাধ্যমে। তাঁদের উদ্ধার করে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা এলাকার সীতারামপুরে নিয়ে আসা হয়। স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে তাঁদের নিকটবর্তী কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে তাঁদের নিকটবর্তী কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিম্নচাপ এবং প্রতিকূল আবহাওয়ার জেরে সমুদ্র বেশ উত্তাল ছিল। এই পরিস্থিতির মধ্যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েছিল বাংলাদেশী মৎস্যজীবীদের বেশ কয়েকটি ট্রলার ।
তারপর ভারতীয় মৎস্যজীবী ট্রলারের মধ্যে দফায় দফায় তাঁদের উদ্ধার করা হয়। বাংলাদেশি ট্রলার বাবা মার দয়া, ভাই-বোন ও শুভ সকাল এই তিনটি ট্রলার থেকে প্রায় ৪৪ জন মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ও বিভিন্ন মৎস্যজীবী ট্রলার। বাংলাদেশের সকল মৎস্যজীবী সুস্থ ও নিরাপদে রয়েছে।