নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ৮,মে :: বুধবার প্রকাশিত হল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। ফল অনুযায়ী প্রথম দশের ৭২ জনের মেধা তালিকায় মালদা থেকে মাত্র এক পরীক্ষার্থী ঠাঁই পেল মেধা তালিকায়। রাজ্যে অর্জন করল সম্ভাব্য দশম স্থান।
মালদা থেকে মেধা তালিকায় ঠাঁই পাওয়া ওই একমাত্র পরীক্ষার্থীর নাম মৌমিতা মন্ডল। সে আড়াইডাঙ্গা ডি.বি.এম একাডেমী হাইস্কুলের পরীক্ষার্থী। বাড়ি মালদার মানিকচক ব্লকের চৌকি মীরদাদপুর অঞ্চলের গৌরীপুর নতুনটোলায়। তার প্রাপ্ত নম্বর ৫০০-র মধ্যে ৪৮৮।