নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ১৬,জুলাই :: প্রথম বাঙালি সাইক্লিস্ট হিসেবে এভারেস্ট বেস ক্যাম্পে পা বাঙালি যুবকের। নাম বাপী দেবনাথ,তিনি আগরতলার চন্দ্রপুরের বাসিন্দা। তিনি ভারতবর্ষের তৃতীয় সাইক্লিস্ট পাশাপাশি বিশ্বের অষ্টম সাইক্লিস্ট হিসেবে এই রেকর্ড করলেন।
তিনি জানান,২১ মে ২০২৪ একটি সাধারণ সিঙ্গেল গিয়ারের সাইকেল নিয়ে কলকাতা থেকে যাত্রা শুরু করেন।কলকাতা থেকে বেনারস হয়ে অযোধ্যা থেকে গোরখপুর কাঠমান্ডু এরপর এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে সাইকেল চালানো শেষ করেন তিনি। তিনি আগরতলা উমাকান্ত একাডেমীর প্রাক্তন ছাত্র বলে জানা গেছে।