নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পেট্রাপোল :: শুক্রবার ২৭,সেপ্টেম্বর :: প্রথম লটের ইলিশ পেট্রাপোল সীমান্তে এসে পৌঁছায়। প্রথম গাড়ি বেনাপোল বন্দর দিয়ে পেট্রাপোলে আসে। ইম্পোর্টার সংস্থার পক্ষ থেকে দাবি করা হয় প্রথম গাড়িতে চার টন ইলিশ এসেছে।
পাশাপাশি ছয়টি থেকে সাতটি গাড়িতে করে মোট ২৫ থেকে ৩০ টন ইলিশ এসে পৌঁছাতে পারে পেট্রাপোলে দাবি ইম্পোর্টার সংস্থার।
আজ রাতের মধ্যেই আমদানিকৃত ইলিশ গুলি পৌঁছে যাবে হাওড়া সহ রাজ্যের বিভিন্ন পাইকারি বাজারে। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয় এবার বাংলাদেশের ইলিশ মিলবে এপার বাংলার বিভিন্ন খুচরা বাজারে। আমদানিকৃত ইলিশের ওজন এক কিলো ও তার ঊর্ধ্বে যার আনুমানিক দাম ২০০০ টাকা হতে পারে।