নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::নদিয়া :: স্কুলে যাওয়ার সময় প্রথম শ্রেণীর এক ছাত্রকে রাস্তায় পিষে দিল আটা বোঝাই একটি গাড়ি । আটার গাড়িতে আগুন লাগিয়ে দিলে উত্তেজিত জনতা। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। নদীয়ার গাংনাপুর থানার আইসমালি রাজ্য সড়কের ঘটনা। মৃত নাবালক ছাত্রের নাম মজিদ মন্ডল বয়স আনুমানিক সাত বছর।জানা যায় প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বেরিয়েছে আইসমালি ইউনাইটেড একাডেমী প্রাইমারি স্কুলে যাচ্ছিল । উল্টো দিক থেকে আইসমালি মিল থেকে আটা বোঝাই একটি লরি ওই রাস্তা দিয়ে আসছিল । নিমেষেই ওই ছাত্রকে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নাবালক ছাত্রের।
এরপরই উত্তেজিত জনতা আটার গাড়িটিকে আটকে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাংনাপুর থানার বিশাল পুলিশবাহিনী। রানাঘাট দমকলে খবর দেওয়া হলে একটি ইঞ্জিন এর সহায়তায় প্রাথমিকভাবে গাড়ির আগুন নেভায়।