নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: বৃহস্পতিবার ৪,সেপ্টেম্বর :: দীর্ঘ অস্থিরতা, সংঘর্ষ আর রক্তক্ষয়ের পর অবশেষে শান্তির পথে এগোচ্ছে মনিপুর। রাজধানী দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর বৃহস্পতিবার স্বাক্ষরিত হল এক ঐতিহাসিক চুক্তি।
ফাইল চিত্র
বিক্ষুব্ধ কুকি জো গোষ্ঠীর সঙ্গে চুক্তি করল কেন্দ্র ও মণিপুর সরকার। ২০২৩ সালের মে মাসে মেইতেই এবং কুকিদের মধ্যে জাতিগত হিংসা শুরু হওয়ার পর থেকে এই ধরনের চুক্তি প্রথম। নয়াদিল্লিতে আলোচনার সময় আজ এই চুক্তি স্বাক্ষরিত হয়।
সরকারি সূত্রে জানা গিয়েছে, চুক্তির অন্যতম শর্ত হলো— যে সব মানুষ সংঘর্ষে গৃহহীন হয়েছেন, তাঁদের পুনর্বাসনের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা। পাশাপাশি যুব সমাজকে মূলস্রোতে ফেরাতে শিক্ষা ও কর্মসংস্থানের বিশেষ সুযোগ তৈরি করা হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকের পর বলেন, “মনিপুরের মানুষ বহু কষ্ট সহ্য করেছেন। আজকের চুক্তি শান্তি ও উন্নয়নের নতুন দিগন্ত খুলে দেবে।” রাজ্যবাসীর আশা, এই চুক্তি সত্যিই যদি কার্যকরভাবে বাস্তবায়িত হয়, তবে বহু বছরের অস্থিরতার অবসান ঘটবে মনিপুরে।