প্রধানমন্ত্রী আবাস যোজনার পোর্টাল থেকে তালিকা গায়েব, শুরুই হল না সমীক্ষা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: আবাস যোজনার সমীক্ষা নিয়ে জেলায় জেলায় বিতর্ক। কোথাও বাধার মুখে আশা কর্মীরা আবার কোথাও তৃণমূল নেতাদের বাড়ি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠছে । তারই মধ্যে নতুন বিতর্কের মুখে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েত।

২০১৮সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি পোর্টালে বিদবিহার এলাকার দেড়হাজার ভোক্তার নাম নথিভুক্ত হয়। তার কিছুদিন পর সেই নথি পোর্টাল থেকে উড়ে ৪৭৪এ দাঁড়ায়। তার কিছুদিন পর পুরো নামের তালিকা পোর্টাল থেকে মুছে যায়।

রাজ্যের প্রতিটি প্রান্তে সমীক্ষা চললেও প্রধানমন্ত্রী আবাস যোজনার পোর্টাল থেকে নামের তালিকা মুছে যাওয়ায় সেই সমীক্ষা শুরুই করতে না পারায় এলাকাবাসীর ক্ষোভের মুখে বিদবিহার গ্রাম পঞ্চায়েত।

বিদবিহার গ্রাম পঞ্চায়েতের সচিব প্রভাত কুমার পরামানিক জানান, তারা বিষয়টি নিয়ে বিডিও এবং জেলা শাসক দপ্তরে জানানো হয়েছে কিন্তু সেভাবে সদুত্তর পাননি। যার জেরে বর্তমানে আবাস যোজনা সমীক্ষা শুরুর মুখে বিভ্রান্তি। শুরুই করতে পারেননি সমীক্ষার কাজ বলেও তিনি জানান। পঞ্চায়েত ভোটের আগে পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ তুঙ্গে এলাকাবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =