যারা ধর্ম শাস্ত্র পালন করেন তাদেরকে ধর্মশাস্ত্র পালন করাই উচিত রাজ ধর্মের লোক কখনো ধর্মীয় শাস্ত্র আচার-আচরণ বারণ করতে গেলে কিছুটা হলেও অসুবিধা হয়। ধর্ম কর্ম করা মানুষকে ধর্ম কর্মই পালন করা উচিত। উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে দেব বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উৎসব রয়েছে। একই সঙ্গে উদ্বোধন হবে রামমন্দিরের।
এদিকে, কয়েক মাস গেলেই ২০২৪ লোকসভা ভোট। তার আগে বিজেপি সরকারের রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে বিরোধীরা সওয়াল করছে। এদিকে, রাম মন্দিরের উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরতি অনুষ্ঠানে হবেন শামিল। তিনি আমন্ত্রিত রয়েছেন উদ্বোধনের মুখ্য অতিথি হিসাবে।
এমন এক অনুষ্ঠানে দেশের ৪ শঙ্করাচার্যের উপস্থিত না হওয়ার ঘটনা বেশ তাৎপর্যবাহী বলে মনে করছেন অনেকেই। এছাড়াও তিনি বলেন , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামের বিদ্রহ স্পর্শ করবে এবং সেই বিদ্রহে প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর আমি ওখানে বসে হাত তালি দেবো। আমি আমার পদমর্যাদার কারনে আমি ওখানে যাবো না ।
কিছু কিছু হিন্দু সংগঠন থেকে বলা হচ্ছে যারা রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত না থাকবে তারা অহিন্দু। কিন্তু সেই বিষয় তিনি বলেন আমি কারোর রাম মন্দির উদ্বোধন যেতে বারণ করছি না। যাদের ইচ্ছা হবে তারা রাম মন্দির উদ্বোধনে অবশ্যই যাবেন। এর পাশাপাশি তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী উন্মাদের মতন ব্যবহার করছেন।
এছাড়াও তিনি বলেন বিশ্বের বিভিন্ন স্থানগুলিকে সরকার পর্যটন ক্ষেত্র তৈরি করে ফেলছে আর এর ফলে তীর্থস্থানের গুরুত্ব কমে যাচ্ছে। মানুষ তীর্থ করতে যায় ওখানে মানুষ ঘুরতে যায় না। এমনই প্রধানমন্ত্রী বিরুদ্ধে বা রাজ্য সরকারের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ করেন তিনি।