নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফলতা :: প্রধানমন্ত্রী জল প্রকল্পে আওতায় বাড়ি বাড়ি জল পরিষেবা থেকে বঞ্চিত করার অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতি। বাড়িতে পানীয় জলের কল বসানো নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বচসা ও মারধর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার ফতেপুর।
মারধরে ঘটনায় আহত ফতেপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্যা মধু কুমার ও তার ছেলে মৈনাক কুমার। ঘটনা সূত্রপাত গতকাল বিকেলে, প্রধানমন্ত্রী জল প্রকল্পের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে সেই মতনই এলাকার ঠিকাদার সংস্থার কর্মীরা প্রাক্তন বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়িতে পানীয় জলের নতুন কানেকশন দেওয়ার কাজ শুরু করেছিল।
সেই সময় তৃণমূলের অঞ্চল সভাপতি উৎপল কাঞ্জি সহ বেশ কয়েকজন ওই বাড়ির সামনে হাজির হয় এবং কার অনুমতি নিয়ে এই পরিষেবা দেয়া হচ্ছে সেটা নিয়ে জিজ্ঞাসা করে। এরপরেই বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে উৎপল কাঞ্জি। এরপর তৃণমূলের সমর্থকেরা লাঠি রড নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের উপর চড়াও হয় বলে অভিযোগ।
মারধরের ঘটনায় গুরুতর জখম হয় মধু কুমারের ছেলে মৈনাক কুমার। বর্তমানে মৈনাক ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। যদিও এই গোটা বিষয় নিয়ে তৃণমূলের স্থানীয় ও শীর্ষ নেতৃত্বদের কোন মন্তব্য পাওয়া যায়নি। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তুলছে বিজেপি কর্মী সমর্থকদের পরিবার।