প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় চরম বিশৃঙ্খলা এমনি ভিডিও সমাজ মাধ্যমে নিজস্ব প্রোফাইল থেকে আপলোড করেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ২০,জুলাই :: দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় চরম বিশৃঙ্খলা এমনি ভিডিও সমাজ মাধ্যমে নিজস্ব প্রোফাইল থেকে আপলোড করেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।

এরপরই এখন সমাজ মাধ্যমে সেই ছবি ভাইরাল। ছবিতে দেখা যাচ্ছে বেশ কিছু মহিলা এবং কর্মী সমর্থকেরা সভার মধ্যে চেয়ার ছোড়াছড়ি করছেন। চারিধারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গেরুয়া রঙের চেয়ার।

তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী নিজের ফেসবুক প্রোফাইলে এমনই ছবি আপলোড করে লেখেন দুর্গাপুরের মোদি সমাবেশে চেয়ার ছুড়ে মারেন এবং মহিলারাও তার দিকে চেয়ার ছুঁড়ে মারেন।

বলা হচ্ছে যে সমাবেশে আসার জন্য বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষকে ডেকেছিলেন কিছু ঠিকাদার কথা হয়েছিল ৫০০ টাকা করে দেওয়ার কিন্তু ২০০ টাকা করে দিয়েছিলেন আর এতেই মহিলারা ক্ষিপ্ত হয়ে চেয়ার ছোড়াছুড়ি শুরু করেন।

এরপরই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, গতকাল দুর্গাপুরে নরেন্দ্র মোদীর সভায় এই ঘটনা ঘটে এর উত্তর বিজেপির বিধায়ক লক্ষণ ঘুড়ই দিতে পারবেন। এমন কোন ঘটনায় দুর্গাপুরে নরেন্দ্র মোদীর সভায় হয়নি, ফেক ভিডিও সমাজ মাধ্যমে ছড়াচ্ছেন বলে দাবি বিজেপি নেতৃত্বের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 9 =