নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ব্যুরো নিউজ কলকাতা :: শুক্রবার ২৯,আগস্ট :: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জাপান সফরে পৌঁছালেন। দুই দেশের কূটনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও দৃঢ় করার লক্ষ্যে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
টোকিও বিমানবন্দরে ভারতের রাষ্ট্রদূত সহ জাপান সরকারের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সফরের সূচনায় মোদী জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। বৈঠকে মূলত প্রযুক্তি বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী মোদী সফরের অংশ হিসেবে টোকিওতে ভারতীয় প্রবাসীদের সঙ্গেও দেখা করবেন। ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘স্টার্টআপ ইন্ডিয়া’ প্রকল্পে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানাবেন বলে কূটনৈতিক মহল মনে করছে।
এই সফরের মাধ্যমে ভারত-জাপান সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে।