নিজস্ব সংব্দ্দাতা :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: রবিবার ৩১,আগস্ট :: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছেন বলে কূটনৈতিক মহলে খবর ছড়িয়েছে।
আন্তর্জাতিক মহলে একাধিক আলোচনার পরও মোদীর অবস্থান অপরিবর্তিত থাকে। ফলে ভারত–মার্কিন সম্পর্ক নতুন করে টানাপোড়েনের মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।ওয়াশিংটনের কূটনৈতিক সূত্র জানিয়েছে, নোবেল পুরস্কার ইস্যুতে ভারতের ‘নিরপেক্ষ অবস্থান’ ট্রাম্প প্রশাসনের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় রপ্তানির উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। বিশেষত ইস্পাত, অ্যালুমিনিয়াম ও টেক্সটাইল খাতে এর প্রভাব পড়তে শুরু করেছে।
ভারতের বাণিজ্য মন্ত্রকের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন শুল্কভার সরাসরি ভারতীয় শিল্পক্ষেত্রের ওপর প্রভাব ফেলবে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সামর্থ্য হ্রাস করবে। রপ্তানিকারক সংগঠনগুলিও ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসায়ীদের খরচ বাড়বে, ফলে রপ্তানির গতি মন্থর হবে।
পর্যবেক্ষকরা মনে করছেন, এই পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয় তবে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ওপর বড় ধরনের চাপ তৈরি হবে। একই সঙ্গে আসন্ন আন্তর্জাতিক বৈঠকগুলোতে মোদী-ট্রাম্পের মধ্যে সম্পর্ক কোন দিকে এগোয়, সেটাই এখন দেখার বিষয়।